মোস্তাফিজুর রহমান কচি: দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের কাঠের খুঁটিটি বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
জানা গেছে, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের কুনিয়া গ্রামে পল্লী বিদ্যুত ১০/১২ বছর আগে অন্তর্ভুক্ত হয়। কাঠের খুঁটি দিয়ে বিদ্যুত সংযোগ দেয়া হয়। পশ্চিমপাড়ায় মেন রাস্তার ওপর দিয়ে কাঠের খুঁটিটি ৪/৫ বছর আগে বিদ্যুতায়িত টুটির কারণে আগুন ধরে যায় এবং কাঠের খুঁটিটি অধিকাংশ পুড়ে যায়। সেই থেকে খুঁটিটি পরিবর্তন করা হয়নি। বর্তমানে খুঁটিটি আগুন লাগা অংশটি কাকতালিয়ভাবে কাঠের একটি অংশ স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়ে গেছে। খুঁটিটি এখন বিপদজনক অবস্থার মধ্যে রয়েছে। একটু ঝড়-বাতাস হলেই খুঁটিটি ভেঙে পড়তে পারে। ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। এ বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে জানালেও আজ পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়নি। ডিজিএম আসাদুজ্জামান খান জানান, বিদ্যুতের খুঁটিটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।