জীবননগরে শ্যামল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: জীবননগরে শ্যামল গোল্ডকাপ নকআউট দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাতে জীবননগর মুন্সি মার্কেট প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ইউএনও পত্নি জীবননগর লেডিস ক্লাবের সভানেত্রী সামসুন নাহার, মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশাবুল হক, জীবননগর উপজেলা বাস-মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান ধন্দু, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আ. লতিফ অমল ও দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক এম আর বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শ্যামল গোল্ডকাপ নকআউট দৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম দিনে ৪টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় পলাশ-শ্যামল জুটি ২-১ সেটে বিদ্যুৎ-খায়রুল জুটিকে, দ্বিতীয় খেলায় ইসা-শাহিন জুটি ২-০ সেটে সাজেদুর রহমান-এম আর বাবু জুটিকে, তৃতীয় খেলায় সবুর-পিংকু জুটি ২-০ সেটে খবীর-মামুন জুটিকে ও শেষ খেলায় মুন্সী খোকন-মিঠু জুটি ২-০ সেটে কাজি খালিদ-নাহিদ জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। খেলাটি পরিচালনা করেন জিএ জাহিদুল ইসলাম বাবু।