জীবননগর ব্যুরো: জীবননগরে ছাত্রী উত্ত্যক্তকারী দু বখাটেকে গণধোলাই দেয়া হয়েছে। জীবননগর উপজেলা শহরের শাপলাকলি পাড়ার মৃত মইনুল হকের ছেলে আশরাফুল একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র রিয়াজ (১৪) ও কাজী পাড়ার বিশারত আলীর ছেলে ইকরামুল হক (১৩) প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছাত্রীদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। গতকাল রোববার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা বখাটে ইকরামুল ও রিয়াজকে ধরে গণধোলাই দেয়।