মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেন উপকূলে মালবাহী একটি জাহাজ ডুবির ঘটনায় ১২ জন ভারতীয় নাবিক মৃত্যুবরণ করেছেন। জাহাজটি দুর্ঘটনায় পড়ার ১০ ঘণ্টা পর ঘটনাটি ইয়েমেনি উপকূলরক্ষীদের নজরে আসে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় হাদরামউত প্রদেশের আল শেহার টাউন বরাবর উপকূলীয় সাগরে এটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি গাড়ির টায়ার ও যন্ত্রাংশ বহন করছিলো বলে বিবৃতিতে জানানো হয়। প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটায় হতভাগ্য নাবিকদের বাঁচানো যায়নি। জাহাজটির মালিক একজন ইয়েমেনি। এটি আরব আমিরাত থেকে মালামাল নিয়ে ইয়েমেনের আল মুকাল্লা বন্দরের দিকে যাচ্ছিলো।