স্টাফ পিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোহরাব উদ্দীন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক চির কুমার সাহা, সহসম্পাদক জিয়াউর রহমানসহ সমিতির সদস্যবৃন্দ।