মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের হেরাত শহরে প্রেসিডেন্ট প্রদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর দু নির্বাচনী প্রচারকর্মী গুলিতে নিহত হয়েছে। ৫ এপ্রিল ভোটের আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগে এ হত্যাকাণ্ড ঘটলো। স্থানীয় টিভি প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারকর্মীরা তাদের কার্যালয় থেকে বেরোনোর সময় বন্দুকধারীরা হামলা চালায়। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ আবদুল্লাহ। তবে ভোটে কারচুপির আশঙ্কায় তিনি দ্বিতীয় পর্বের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবারের নির্বাচনে তার দাঁড়ানোর নিয়ম ছিলো না। তার মুখপাত্র সাঈদ ফজল সাংচারাকি শনিবার প্রচারকর্মী নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান। নির্বাচনী প্রচারের শুরুতে এ ধরনের হত্যাকাণ্ড খারাপ লক্ষণ। এর অর্থ হচ্ছে, হয় নিরাপত্তা বাহিনী নির্বাচনী প্রচারের জন্য যথাযথ নিরাপত্তা দিতে পারছে না। অথবা তারা নিজেরা তাদের কাজ ঠিকভাবে নিচ্ছে না।