গাংনীতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু : একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিদ্যা শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা প্রয়োজন

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যদিয়েই শিশু নেতৃত্ব তৈরি হয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আর একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিদ্যা শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা অত্যন্ত জরুরি। গতকাল রোববার সকাল ১০টায় গাংনী উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন বিদ্যালয়গুলোর অংশগ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কষবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিমুল হক বকুলের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি একেএম শফিকুল আলম। দৌড়, লাফ, চকলেট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপসহ মোট ২৬টি ইভেন্টে প্রতিযোগিতা হবে বলে আয়োজক কমিটিসূত্রে জানা গেছে।