ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি যুবসংঘ আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জাঁকজমকপূর্ণ এ খেলায় হাজার হাজার দর্শকে মুখরিত হয় খেলার মাঠ। মাজহাদ একাদশকে হারিয়ে চিৎলা একাদশ চ্যাম্পিয়ন হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি যুবসংঘের আয়োজনে ভলিবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। ফাইনালে চিৎলা একাদশ ও মাজহাদ একাদশ। বিশিষ্ট সমাজসেবক আবু হানেপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সোহাগ হোসেন, নাজিম হোসেন, রেজাউল হক, নয়ন হোসেন, বাবু মিয়া, রোকন আলী প্রমুখ। খেলাটি পরিচালনা করেন খালিদ মাসুম। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৭ হাজার টাকা মূল্যের একটি ছাগল ও রানারআপ দলকে ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল প্রদান করা হয়।