আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা

 

আলমডাঙ্গা ব্যুরো: জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে অনুষ্ঠিত ওই সভায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন এবং উপজেলা পৌর তৃণমূল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে ১০ম জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এ ঘোষণা দেন। চেয়ারম্যান পদে হেলাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।  এ সময় হুইপ বলেন কে প্রার্থী হলো সেটা বড় কথা নয়, প্রার্থী যেই হোক তাকে বিজয়ী করার দায়িত্ব নিতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে এক হয়ে মাঠে নেমে তার পক্ষে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় সংসদের হুইপ সোলায়ম্যান হক জোয়ার্দার ছেলুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক কায়সার আহমেদ বাবলু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা যুবলীগ  আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোস্তার জামিল, উপজেলা সভাপতি হাসান কাদির গণু, সহসভাপতি মজিবার রহমান, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, প্রশান্ত অধিকারী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, কাজী খালেদুর রহমান অরুণ, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলালীগ নেত্রী সাহিদা ইসলাম, পৌর সভাপতি আবু মূসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা আব্দুল গাফফার, মনা মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ, সালমুন আহাম্মেদ ডন, আশরাফুল ইসলাম, আলম, মামুন খন্দকার, সৈকত খান, শাহীন, পিন্টু প্রমুখ।