মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে আ.লীগের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঝিনাইদহের সাবেক মহিলা এমপি নুরজাহান খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মঈন উদ্দীন মিয়াজী, ঝিনাইদহ পৌর মেয়র ছাইদুল করিম মিন্টু, আ.লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠিনক সম্পাদক আজাদুর রহমান, আক্কাস আলী, ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ, উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাতুয জুম্মা, সাবেক এমপি অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, রবিউল ইসলাম। তৃণমূল নেতা-কর্মীদের সরাসরি ভোটে ময়জদ্দীন হামিদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যন পদে আশরাফুন নাহার শিউলী নির্বাচিত হন।
এদিকে উপজেলা নির্বাচনে বিএনপির ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুক্রবার সকালে সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের বাড়িতে বসে শাহজামান মোহনকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ও ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার। অন্যদিকে মনির খান গ্রুপের সাবেক ইউপি চেয়ারম্যান শাহানুর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।