খবর: (নিষ্ক্রয়দের বাদ দিয়ে দল সাজাবে বিএনপি)
গল্প মেরে কাজ হবে না মোটে
একেক জনা এককে পানে ছোটে
সব নেতারই মুখে নতুন স্বাদ
নেতা তো নয় বড় মানিক চাঁদ।
জ্বালাও পোড়াও চলবে নাকো আর
বোঝা গেছে কার কী রকম ধার
এখন নাকি আপনারা সব ফেটো
দিচ্ছে সবাই আন্দোলে ভেটো।
কতো হাতি যাচ্ছে ডুবে জলে
পড়ছে বাঁধা আনকোরা এক কলে
নড়লে আছে খবর
শাস্তি পাবেন যবর।
Ñআহাদ আলী মোল্লা