স্টাফ রিপোর্টার: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোবাইলফোনে উত্তর সংগ্রহের অভিযোগে দুজনকে আটক করেছে। গতকাল শনিবার একটি পরীক্ষার হল থেকে তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আটককৃতরা হলো- মিশু আক্তার ও কামরুন্নাহার তাসমিন। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিকেলে বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে মিশু আক্তার ও কামরুন্নাহার তাসমিনকে আটক করে ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান রফিউল আজম খান।
একই অভিযোগে গত শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের ‘সি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষার সময় তিনটি পরীক্ষাহল থেকে পাঁজনকে আটক করে পুলিশে দেয়া হয়।