মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর গৌরীনগর মরহুম রাফিউল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর যুবসংঘ ক্লাব। গতকাল শুক্রবার গৌরীনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে পুরন্দরপুর একাদশকে ৩০ রানে পরাজিত করে। টস জিতে প্রথমে শিবপুর যুবসংঘ ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৯৬ রানে গুটিয়ে যায় পুরন্দরপুর ক্লাব একাদশের ইনিংস। বিজয়ী দলের গোলজার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তিনি ব্যাট হাতে ৪৭ রান ও বল হাতে ১ উইকেট শিকার করেন। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন বিজয়ী দলের হারুন। এ টুর্নামেন্টে তিনি ৯৭ রান ও ১০টি উইকেট শিকার করেছেন। খেলা শেষে অনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম। সভাপতিত্ব করেন প্রভাষক বাখের আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান খোকন। বক্তব্য রাখেন- প্রভাষক আবুল কালাম, গৌরীনগর ছাত্রসংঘের সভাপতি আতিক পাশা। বিজয়ী দলকে ১টি বড় খাসি ছাগল ও রানারআপ দল ১টি ছোট খাসি ছাগল পুরস্কার দেয়া হয়। গৌরীনগর ছাত্র উন্নয় সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।