দামুড়হুদার সদাবরি-কার্পাসডাঙ্গা সড়কে আলমসাধু ছিনতাই

 

দর্শনা অফিস: দামুড়হুদার সদাবরি-কার্পাসডাঙ্গা সড়কে সশস্ত্র ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়ে ভোরে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে আলমসাধু ছিনতাই করেছে। গতকাল শুক্রবার ভোরে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাদরাসাপাড়ার কলিম উদ্দিনের ছেলে আব্দুল হাই আলমসাধু নিয়ে বিচুলি কেনার উদ্দেশে কার্পাসডাঙ্গা যাচ্ছিলেন। তিনি সদাবরি-কার্পাসডাঙ্গা সড়কের কাঁঠালতলা নামকস্থানে পৌছুলে ৫/৬ জনের সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে আলমসাধুটি ছিনিয়ে নেয়।