জীবননগর ব্যুরো: জীবননগর হাইস্কুলপাড়া যুব সমিতির উদ্যোগে গতকাল রাতে গোল্ডেন অ্যাসিভমেন্ট কেয়ার ব্যাডমিন্টনের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পার্থ-মুক্ত জুটি ৩-০ সেটে দুলাল-মাহাবুল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে রুস্তম আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রকিকুল ইসলাম রফিক, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, হাজি তবিবুর রহমান ও ডা. মাহমুদুল হাসান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন- আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী ও শাহাজান সিরাজ। ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আবু বকর সিদ্দিক ও আকমল সাঈদ চান্দু।