চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানি সংকট

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানির সংকট দেখা দিয়েছে। গত ৩/৪ দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ নেই। মাঝে মাঝে পানি পাওয়া গেলেও সেটা আর তিনতলার শিশুওয়ার্ড ও গাইনি ওয়ার্ডে গিয়ে পৌঁছাচ্ছে না। পানি তোলা মোটর অকেজো হওয়ার পর ছোট মোটর দিয়ে পানি তোলায় এ সমস্যা হচ্ছে। আর পানি সংকট হওয়ার কারণে রোগীরা যেমন দুর্ভোগে পড়েছে তেমনি দুর্ভোগে পড়েছেন হাসপাতালের স্টাফরা। কিছুটা হলেও পানি সংকট দূর হতো যদি হাসপাতাল চত্বরের টিউবওয়েলগুলো সচল থাকতো। হাসপাতালে দুটি টিউবওয়েলের মধ্যে একটা অকেজো আর একটি সচল। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।