চুয়াডাঙ্গার হানুরবাড়াদী গ্রামে আমবাগান কেটে তছরুপ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের চারা আমবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শত্রুতামূলক তার হানুরবাড়াদী মাঠের ৫১টি আমগাছ গত বৃহস্পতিবার রাতে কেটে তছরুপ করা হয়। তবে কে বা কারা এসব গাছ কেটে দিয়েছে তা জানা না গেলেও গাছের মালিক মোজাম্মেল হক বলেছেন প্রতিপক্ষের গাড়াবাড়িয়া গ্রামের আকবর ও তার ছেলে কালাম এসব গাছ কেটে দিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের সোনালী ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক কয়েক বছর আগে হানুরবাড়াদী মাঠে দু বিঘা জমিতে আম্রপালি আমের চারা রোপণ করেন। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আমবাগানের ৫১টি গাছ কেটে দেয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করা হয়। গতকাল সকালে থানার এসআই আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানও সেখানে যান। তবে গাছমালিক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গাড়াবাড়িয়ার আকবর ও তার ছেলে কালাম শত্রুতাবশত এসব গাছ কেটে দিয়েছে।