চালকের ঘুমে ট্রাক সড়ক বিভাজনে

স্টাফ রিপোর্টার: ট্রাক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক আব্বাস আলী। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি মোড় নিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে ট্রাকটির সামনের দু চাকা খসে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া মজমপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে থাকায় মজমপুর মহাসড়ক এলাকায় গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয় যানজট। বেলা ২টার দিকে ট্রাকমালিক ব্যক্তিগত উদ্যোগে ট্রাকটি সরিয়ে নেন। ট্রাকচালকের সহকারী সবুজ বিশ্বাস জানান, রাত ১টার দিকে যশোর থেকে খালি ট্রাকটি কুষ্টিয়া গড়াই নদে বালু আনতে যাচ্ছিলো। রাত ৩টার দিকে চালক আব্বাস আলী ঘুমিয়ে পড়েন। এ সময় হঠাত করে ট্রাকটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়।