উপজেলা নির্বাচনে কোটচাঁদপুরে আ. লীগের চেয়ারম্যান পদে একক প্রার্থী

 

কোটচাঁদপুর প্রতিনিধি: আগামী ১৯ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী থানা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি। গতকাল শুক্রবার উপজেলা চেয়ারম্যান পদে দলের এ প্রার্থী নির্বাচন করা হয়। কোটচাঁদপুর হাইস্কুলে আ.লীগের প্রার্থী নির্বাচনে ব্যালট ভোট অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলীসহ জেলা ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। উপজেলা নির্বাচনে আ.লীগের পক্ষ থেকে শরিফুন্নেছা মিকি, হুমায়ূন কবির লতা, কায়জার ও রবিউল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। গতকাল শুক্রবার জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কায়জার ও রবিউল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শরিফুন্নেছা মিকি এবং হুমায়ূন কবীর লতা উভয়ে প্রার্থিতা প্রত্যাহারে অপারগতা প্রকাশ করেন। ফলে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত হয়। তৃণমূলের সর্বমোট ১০৩ ভোটের মধ্যে ৯৮টি ভোট পড়ে। আ.লীগ নেতা হুমায়ূন কবির ৪১ ভোট ও  সভাপতি শরিফুন্নেছা মিকি ৫৭ ভোটে আসন্ন উপজেলা নির্বাচনে আ.লীগের একক প্রার্থী নির্বাচিত হন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ সভাপতি রিয়াজ হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে যুবলীগ সভাপতি মীর কাশেম আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহেরুন্নেছা মেরী দলীয় প্রার্থী মনোনীত হন।