সাড়ে ৪শ বোতল ফেনসিডিল মদ ও মাইক্রোবাস উদ্ধার

দর্শনা ও নিমতলা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছেন। এ অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় মদ, ফেনসিডিল ও মাইক্রোবাস উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনার পার্শ্ববর্তী পারকৃষ্ণপুরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা উদ্ধার করেছে শাদা রঙের একটি লাইটেক্স মাইক্রোবাস। যার রেজিঃ নং ঝিনাইদহ-চ-১১-০০০২। মাইক্রোবাস তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে সেটিং করা অবস্থায় বিজিবি সদস্যরা ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় মাইক্রোবাস হেলপার পার্থ নামের এক কিশোরকে আটক করে বিজিবি। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়।

অপরদিকে গত বুধবার রাত ৮টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের আনোয়ারপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ দিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহাসীন আলী ও হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগরের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠে মাদক কারবারীদের ধাওয়া করে উদ্ধার করেন ৯৬ বোতল ভারতীয় থ্রিএক্স রাম মদ।