মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদের পর কোপা ডেল রে’র সেমিফাইনলে উঠেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের দিন শেষ চার নিশ্চিত করেছিল রিয়ার। আর গত বুধবার কোয়ার্টার ফাইনালের নিজেদের ফিরতি লেগের খেলায় জয় পেয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। ন্যু ক্যাম্পে আলেক্সিস সানচেজের জোড়া গোলে কাতালাতরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভান্তেকে। লা-লিগায় আগের তিন ম্যাচে গোলশূন্যথাকার পর এবারও গোলের দেখা পেলেন না বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। প্রথম লেগে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছিল বার্সা। এতে দুই লেগ মিলিয়ে ৯-২ গোল ব্যবধানে শেষ চার নিশ্চিত করেছে তারা। দিনের অন্য খেলায় অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের খেলায় ১-০ গোলে জিতেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। দুই লেগে ৩-১ ব্যধানে এগিয়ে তারা শেষ চারে উঠেছে। সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গত মওসুমে এই রিয়ালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অ্যাটলেটিকো।