স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জোড়াখুন মামলার পলাতক আসামি ভগিরথপুরের মন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ ভগিরথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর ক্যাম্পপাড়ার মৃত আজিজুল হকের ছেলে মন্টু মিয়া (৭০) জোড়াখুন মামলার আসামি। দামুড়হুদার দলকাবিলের ধারে গত ৮ ডিসেম্বর রাতে পোতারপাড়ার শামসুল মালিতার ছেলে মিনারুল মালিতা ও আলমডাঙ্গার শিবপুর গ্রামের শাকের আলীর ছেলে হাবিবুর রহমান খুন হন। মন্টু মিয়া ওই খুন মামলার আসামি। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভগিরথপুর বাজারে অবস্থান করছিলো। এ সময় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই ইব্রাহিম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মন্টু মিয়াকে গ্রেফতার করেন। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।