দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর থেকেই শুরু হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদ। পুলিশ বলেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর শহরের মেমনগর ব্রিজের ওপর অভিযান চালায়। পুলিশ সেখান থেকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুরের হাইপারের ছেলে ওলি মিয়া (৩৫) ও ছয়ঘরিয়ার জালাল উদ্দিনের ছেলে পিন্টুকে (২৮) গ্রেফতার করে। আইসি ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ওলি ও পিন্টুকে গোবিন্দপুরে ডাকাতি হামলা ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।