টিপ্পনী

 

খবর: (তিতুদহের খাসপাড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার)

কে বলো তো ডাণ্ডা বেড়ি

পরতে চায়,

ক্রসফায়ারের নাটক দেখে

মরতে চায়?

 

সব হারামি তবিল মোটা

করতে চায়,

অসৎ পথে অনেক সুযোগ

ধরতে চায়।

 

খেয়ে খেয়ে মেদ ভুড়িটা

ভরতে চায়,

লুটেপুটে তাড়াতাড়ি

সরতে চায়।

-আহাদ আলী মোল্লা