স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে শোচনীয় পরাজয় মেনেছে বাংলাদেশ। চতুর্থ দিনের অর্ধেক পার না হতেই অল-আউট হয়ে ইনিংস ও ২৪৮ রানে হেরেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫১ ওভার ৫ বল টিকে মুশফিক বাহিনী। প্রথম সেশনেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। মধ্যাহ্ন বিরতির পরে যায় বাকি ৪ উইকেট। প্রথম ইনিংসে ২৩২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৫০ পর্যন্ত গেছে স্বাগতিকদের ইনিংস। ৪৬৩ রানে পিছিয়ে থেকে বৃস্পতিবার চতুর্থ দিন ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই সামিন্দা এরাঙ্গার বলে উইকেট রক্ষক চান্দিমালের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। বাড়তি বাউন্স ঠিকমতো সামলাতে না পেরে আউট হয়েছেন তিনি। এরপর সুরঙ্গা লাকমালের আরেকটি শর্ট বল ঠিকমতো খেলতে না পেরে শর্ট লেগে সিলভার হাতে ধরা পড়েন মার্শাল আইয়ুব। তখন ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান। মোমিনুল হকের সাথে ৫২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পেরুনোর পর বিদায় নেন সাকিব আল হাসান (২৫)। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন মোমিনুল (৫০)। সাকিবের মতো তিনিও পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে দলের বিপদ আরো বাড়ান অধিনায়ক মুশফিকুর রহিম (১৪)। তখনই ইনিংস ব্যবধানে হারা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।