স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জের নাজমুল হোসেনকে (২১) ধরে পুলিশে দিয়েছে মহিলাকলেজ মোড়ের জনগণ। গতকাল সন্ধ্যার পর সবুজপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মোয়াজ্জিনের নিকট থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে সটকানোর অভিযোগে তাকে ধরে পুলিশে দেয়া হয়।
নাজমুল অবশ্য ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে মূল ছিনতাইকারীর নামধাম বলেছে। পুলিশ তাকে খুঁজছে। পুলিশ বলেছে, শুধু ছিনতাইই নয়, নাজমুলের বিরুদ্ধে খুনসহ ধারালো অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের সবুজপাড়ার বায়তুল আতিক জামে মসজিদের মোয়াজ্জিন আরিফুল ইসলাম গতরাত ৮টার দিকে রাতের খাবারের জন্য মহিলাকলেজ সড়কের একটি বাড়ির উদ্দেশে রওনা হন। মহিলা কলেজ সড়কে পৌঁছুলে দু যুবক ধারালো অস্ত্র সামনে ধরে। একজন নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। এক পর্যায়ে মোয়াজ্জিন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে যায়। তারা কেদারগঞ্জপাড়ার নূর আজমের ছেলে নাজমুলকে আটক করে। পরে পুলিশে দেয়। নাজমুলের সহযোগী পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।