বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর আন্তঃইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্প্রতিবার হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ইউনিয়নের ১৮ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি সচিব আসাবুল হক মাসুদ, ইউপি সদস্য আলমাছ আলী, কায়েস উদ্দিন, আবু সালেহ, জিল্লুর রহমান, আলী কদর। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ঝাঝরি বিদ্যালয়ের শিক্ষক সামসুন নাহার ও নেহালপুর বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক। খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক আকবর আলী।