গাংনী প্রতিনিধি: আসন্ন গাংনী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সরওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরা হচ্ছেন- চেয়ারম্যান পদে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান চেংগাড়া গ্রামের দাউদ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও আলী হায়দার মোহাম্মদ সাজেদুর রহমান। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কোনো প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। আগামী ২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি।