গাংনী প্রতিনিধি: আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে গাংনী থানার এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন পাকুড়িয়া গ্রামের শামীম হোসেন (৩২), বাবলু মিয়া (৩৫) ও কালু মিয়া (৩২)। একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে। গতকালই আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।