মাথাভাঙ্গা মনিটর: ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলায় দুর্বৃত্তদের গুলিতে ১০ সিপিআই সমর্থক (এম-এল) নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন। গত বুধবার বিকেলে আসাম-অরুণাচল সীমান্তের বরগং থানার চাউলধোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শোণিতপুরের পুলিশ সুপার সংযুক্তা পরাশর জানিয়েছেন, দুষ্কৃতকারীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের বরগং হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবাই সিপিআই (এম-এল) ‘অরুণাচল আগ্রাসন প্রতিরোধ কমিটি’র সদস্য। আসাম-অরুণাচল সীমান্ত এলাকার চাউলধোয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। দু রাজ্যের তরফ থেকে জমি নিয়ে বিরোধ মেটানোর উদ্যোগ নেয়া হলেও সফল হয়নি। সিপিআই (এম-এল) আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিবেক দাস বলেন, অরুণাচলের একদল লোক বেশ কিছুদিন ধরে এ এলাকার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের ঠেকাতে এ এলাকায় সিপিআই (এম-এল) সমর্থকদের একটি দল দু মাস ধরে এখানে নজরদারি চালাচ্ছিলো।