মোবাইলফোনে প্রেম : যুবতীর বিরুদ্ধে এবার যুবকের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: মোবাইলফোনে প্রেম সম্পর্ক গড়ে তুলে শুধু যুবকরাই মধূ লুটছে না, যুবতীদের বিরুদ্ধেও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকালই আলমডাঙ্গা গোবিন্দপুরের খন্দকার সৈকত হাসান অভিযোগ করে বলেছেন, চুয়াডাঙ্গা কেদারগঞ্জের তানিয়া নামের এক যুবতী মোবাইলফোনে প্রেম সম্পর্ক গড়ে তুলে কয়েক দফায় ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিলেও টাকা হাতিয়ে নেয়ার পর তার মোবাইলফোনটি বন্ধ করে দিয়েছে। মোবাইলফোনে মিস কলে সৈকতের সাথে তানিয়ার পরিচয় হয় বলে জানিয়ে বলেছে, তানিয়া দুটি মোবাইলফোন ব্যবহার করতো। দুটির একটিও আর খোলা পাচ্ছি না।