গাংনী প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র সাকিব হোসেন (১২), হাবিবুর রহমান (১৩), মোটরসাইকেলচালক হাফিজুর রহমান (২৭) ও আরোহী হাসিবুর রহমান হাসিব (২৬) আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র সাকিব হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছুলে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকার হাফিজুর রহমান দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পেছন থেকে স্কুলছাত্রদের ধাক্কা দেন। চারজনই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।