বেগমপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ দর্শনা হল্টচাঁদপুরের মোবারক গ্রেফতার


বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে দর্শনা হল্টচাঁদপুরের মোবারক আলীকে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোবারককে আজ বৃহস্পতিবার মালামালসহ আদালতে সোপর্দ করা হতে পারে।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহাব্বত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিতুদহের হুলিয়ামারি গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পুলিশ গ্রামের রাস্তা থেকে ধানের কুড়াভর্তি সাইকেলআরোহী দর্শনা হল্টচাঁদপুর গ্রামের সেরআলী মণ্ডলের ছেলে মোবারেককে চ্যালেঞ্জ করে। পুলিশ মোবারক আলীর (৪০) কুড়াভর্তি বস্তা তল্লাশি করে বস্তার মধ্য থেকে ৭১ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোবারক জানায়, সে এ ফেনসিডিল দর্শনা হল্টচাঁদপুরের মান্নান এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আত্তাবের নিকট থেকে কিনে আলমডাঙ্গার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো।