খবর: (দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে মুখোশপরাা অস্ত্রধারীদের তাণ্ডব)
খাওয়ার সময় শোয়ার সময়
মাথায় বোমা পড়ছে,
কোন হারামির ন্যাংড়া পোলা
দল-বাহিনী গড়ছে?
চান্দাবাজের ধান্দা নিয়ে
ধরছে টুটি খামছে,
ওদের কথা ভেবে ভেবে
শরীর দেহ ঘামছে।
ওদের নাকি বাপের টাকা
চাইলে কিছু মিলছে,
নষ্ট হারাম বেজাত যতো
পুরো সমাজ গিলছে।
-আহাদ আলী মোল্লা