গাংনী প্রতিনিধি: আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৃথক তিনটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- যৌতুক মামলার আসামি করমদী গ্রামের আশরাফুল ইসলাম, সংঘর্ষের মামলায় বামন্দীর আব্দুস সালাম এবং গাড়াডোব গ্রামের রুবেল হোসেন ও ইদু মিয়া। গতকালই চারজনকে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।