আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার এরশাদপুর একাডেমীতে গতকাল বুধবার আনন্দঘন পরিবেশে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আব্দুল খালেক, ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেন, চায়না খাতুন, মানোয়ার হোসেন মাস্টার, যুবলীগ নেতা আব্দুল গাফফার, মনা মিয়া, আনন্দ বিশ্বাস, নাজমুল হক বাবলু, ইমান আলী। বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলাম ও লিমা খাতুনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, রহমান মুকুল, শরিফুজ্জামান, মাও. আবুল হোসেন, রাবেয়া খাতুন, মহাবুল হক খান, আলেয়া ফেরদৌস, সালমা খানম প্রমুখ। অভিনন্দনপত্র পাঠ করে ১০ম শ্রেণির ছাত্র অর্পণ কুমার গোস্বামী এবং শ্রদ্ধাঞ্জলি পাঠ করে ৭ম শ্রেণির ছাত্রী পৃথা। মিজানুর রহমান ও মিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।