মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে গুড নেইবারস প্রকল্পের আওতাধীন ৯৭০ জন সুবিধাভোগী শিশুকে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুলব্যাগ ও নিডো গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বল্লভপুর অফিস চত্বরে প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মি. অরুণ কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান। শেষে শিশুদের হাতে স্কুলব্যাগ ও গুঁড়ো দুধের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি।