স্টাফ রিপোর্টার: সংবাদ মাধ্যমে সরকারি হস্তক্ষেপের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সংবাদকর্মীরা। তাদের আশঙ্কা, সংবাদ মাধ্যমের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকারি কর্মকর্তারা। আল-জাজিরা গত সোমবার এনিয়ে সংবাদ প্রকাশ করে। সংবাদে বলা হয়, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে দুটি বাংলা দৈনিক এবং আরো দুটি টেলিভিশন চ্যানেল। এ চারটি সংবাদ মাধ্যমেই বিরোধী দলগুলোর আন্দোলনের সংবাদ প্রচার করা হতো। গত বছর সাময়িকভাবে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। আল-জাজিরা জানায়, শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলটি ব্যক্তি মালিকাধীন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি জাতীয় প্রচার নীতিমালা প্রবর্তনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এ নীতি অবাধ ও সুষ্ঠু সংবাদ প্রচার নিশ্চিত করবে। তবে সমালোচকরা একে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশুভ সংকেত হিসেবেই দেখছেন।