প্রকাশ্যে ধূমপান করায় সমাজকল্যাণ মন্ত্রীর ক্ষমা প্রার্থনা

 

স্টাফ রিপোর্টার: প্রকাশ্যে ধূমপান করার একদিন পরই ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জনগণের উদ্দেশে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। পোস্টটিতে তিনি লেখেন, গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধুমপান করা আমার কোনোভাবেই ঠিক হয়নি। গতকাল অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এরকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্মোপলদ্ধিকে আপনারা বিবেচনায় এনে নিজ গুণে ক্ষমা করবেন। গত সোমবার বিকেলে সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির আসনে বসে ধূমপান করে দেশব্যাপি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী তার ফেসবুক পেজ থেকে ক্ষমা চেয়ে এ পোস্টটি করেন। প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ মহসিন আলী। ১২ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রী হিসেবে তাকে শপথ পাঠ করান।