মাথাভাঙ্গা মনিটর: অকল্যান্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ উত্তেজনা ছড়িয়ে ম্যাচ টাই করেছিলো ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডেতে তখনও সিরিজ বাঁচানোর স্বপ্ন ছিলো তাদের। কিন্তু সিরিজ বাঁচাতে পারলো না ভারত। গতকাল হ্যামিল্টনের চতুর্থ ওয়ানডেতে সফরকারীরা হেরেছে ৭ উইকেটে। এতে পাঁচ ম্যাচের ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া অন্য বড় দেশগুলোর বিরুদ্ধে পাঁচ বছরের মধ্যে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলো কিউইরা। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ৩১ জানুয়ারি ওয়েলিংটনে। টস জিতে গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রোহিত শর্মার ৭৯ ও মহেন্দ্র সিং ধোনির ৭৯ রানের ওপর ভর করে ভারত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৮ রান।
জবাবে ১১ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয় ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। রস টেইলর ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটি তার ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি। এ আগে ৬০ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে টানা চার ম্যাচে উইলিয়ামসন ফিফটি করলেন।