নবগঠিত দশম জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় হুইপের ঢাকাস্থ বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃতীসন্তান মো. জুয়েল রানার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে হুইপকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন- টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী শ্যামল, উদয়, ফরহাদ, বিদ্যুত, রাকিব, প্রেমেল প্রমুখ।