স্টাফ রিপোর্টার: স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারানোর পরও মাঝে মাঝে মারধর থামেনি। গতকাল সোমবার দুপুরে স্বামী দামুড়হুদা জয়রামপুরের আব্দুল মালেক মারধর করে বাড়ি থেকে বের হতেই স্ত্রী সাবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অপচেষ্টা চালায়। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছে, দু সন্তানের জননী সাবিনাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করানো হয়েছে। অবস্থা গুরুতর। স্থানীয়রা আরো বলেছে, দু সন্তানের জননী সাবিনা খাতুন দু সন্তানের পর আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৬ মাসের মাথায় গর্ভপাত ঘটানো হলে সাবিনা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারান। গতকাল সোমবার সাবিনা তার স্বামীকে ভাত দিতে বিলম্ব করলে ক্ষুব্ধ হয়ে স্বামী মারধর করে। সাবিনা সহ্য করতে না পেরেই আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে।