স্টাফ রিপোর্টার: মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গার তিতুদহ দক্ষিণপাড়ার রবিউল ইসলাম (৪৫) গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি দামুড়হুদার ডুগডুগি পশুহাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ডিহিকৃষ্ণপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে আহত হন। একই সাথে আহত হয়েছেন তার মোটরসাইকেলে থাকা বকুল ও নওশাদ। এদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হলেও হোসেন মেণ্ডলের ছেলে রবিউলেক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রবিউল ইসলামের শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, রবিউল ডুগডুগি পশুহাটে গরু কিনে গাড়িতে তুলে দিয়ে তিনি মোটরসাইকেলযোগে ফেরার পথে ডিহিকৃষ্ণপুরে দু কুকুরের কামকামড়ির মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে গুরুতর অহত হন।