জীবনা-খাড়াগোদা সড়কে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই

 

বদরগঞ্জ ব্যুরো: চুয়াডাঙ্গার জীবনা-খাড়াগোদা সড়কের ভুলটিয়া ব্রিজমোড় নামক স্থানে ছিনতাইকারীরা শ্যালোমেশিন মেকানিক আনোয়ারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের করোর আলী বিশ্বাসের ছেলে শ্যালোমেশিন মেকানিক আনোয়ার হোসেন (২৬) ও একই পাড়ার আলী হায়দারে ছেলে মনিরুজ্জান মনি (২২) চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে খাড়াগোদা-জীবনা সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভুলটিয়া ব্রিজমোড় নামক স্থানে পৌঁছুলে আগে থেকে ওঁত পেতে থাকা ১২/১৪ জনের ছিনতাইকারীদল তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ হাজার টাকাসহ নতুন ডায়াং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।