নবগঠিত ১০ম জাতীয় সংসদে হুইপ মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করেছেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। গত রোববার সন্ধ্যায় হুইপের ঢাকাস্থ বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপসম্পাদক একেএম জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে হুইপকে বরণ করে নেয়া হয়। উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রলীগের সহসভাপতি মিথুন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মহসীন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হারুণ অর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান, সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল, জিয়া হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবির, এসএম হলের যুগ্ম সাধারণ সম্পাদক পিকুল, এফ রহমান হল ছাত্রলীগকর্মী আলমগীর হোসেন আলম।