গাংনীর আমতৈল-মানিকদিয়া গ্রামে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র আহত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল-মানিকদিয়া গ্রামে ট্রলির ধাক্কায় ৭ম শ্রেণির ছাত্র তানিম আহত হয়েছে। আহত তানিমকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তানিম গজারিয়া হেমায়েতপুর গ্রামের হাউস মণ্ডলের ছেলে। উদ্ধারকারী গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ জানিয়েছেন, তানিম বিকেলে আমতৈল মানিকদিয়া বন্ধুর বাড়ি থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলো। সে মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তার বাইসাকেলটিকে ধাক্কা দেয়। বর্তমানে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।