মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের এক নারী একসাথে ছয়টি সন্তান জন্ম দিয়েছেন।
গত রোববার পাকিস্তানের এক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার একটি বেসরকারি ক্লিনিকে গত শুক্রবার ওই নারী একসাথে ছয়টি স্বাভাবিক শিশু জন্ম দেন। এদের মধ্যে চার ছেলে ও দু মেয়ে শিশু রয়েছে। সংশ্লিষ্ট চিকিত্সকেরা জানিয়েছেন, ওই মা ও তার ছয় নবজাতক সুস্থ আছেন। তাদের অবস্থা স্থিতিশীল। তবে বাড়তি পরিচর্যা ও অধিকতর পর্যবেক্ষণের জন্য মা ও নবজাতকদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিত্সকসূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ওই হাসপাতালে গিয়েছিলেন। এরপর সেখানে তিনি ছয়টি শিশুর জন্ম দেন।