আলমডাঙ্গায় চুরি মামলার পলাতক আসামি খাইরুল গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল সোমবার আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদরাসাপাড়ার টুটুলের বাড়িতে চুরি মামলার পলাতক আসামি খাইরুল ইসলামকে  গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা মাদরাসাপাড়ায় প্রায় ২ মাস আগে রাতে এক চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা গয়নাসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওই চুরির বিষয়ে মামলা হয়। মামলার অন্যতম আসামি গোবিন্দপুর গ্রামের খলিলুজ্জামানের ছেলে খাইরুল ইসলাম। বেশ কিছুদিন খাইরুল পলাতক থাকলেও গতকাল থানার এসআই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন থেকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।