মুন্সিগঞ্জ প্রতিনিধি : আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাম-রুবেলা ক্যাম্পেইনের হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমের আওতায় টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের মাঝে টিকা দেয়া হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান বুলবুল, হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারুক হোসেন, স্বাস্থ্য সহকারী কামরুল হাসান ফিরোজ, পরিবার কল্যাণ সহকারী সেলিনা খাতুন, পরিবার কল্যাণকর্মী জহুরা খাতুনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।