স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে চৈতন্য কুমার মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগে নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতরাত নয়টার দিকে তাকে কুপিয়ে ও আগুন ধরিয়ে খুন করা হয়। নিহত চৈতন্য কুমার মণ্ডল একজন ব্যবসায়ী বলে জানা গেছে। নিহত চৈতন্য মণ্ডল অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মরিন্দ্র কুমার মণ্ডলের ছেলে। অভয়নগর থানার ওসি এনামূল হক জানান, রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত অভয়নগরের পঁচা মাগুরা গ্রামে বাজারে চৈতন্য মণ্ডলের দোকানে ভাঙচুর শুরু করে। এরপর সে এগিয়ে আসলে তাকে উপর্যুপরি কুপিয়ে খুন করে দোকানে আগুন ধরিয়ে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে ওসি দাবি করেছে।